আলিপুরদুয়ারে মুখ‍্যমন্ত্রীর তোলা কটাক্ষের জবাব হুগলীর মাটিতে দিলেন রাজীব ব‍্যানার্জী

3rd February 2021 5:08 pm হুগলী
আলিপুরদুয়ারে মুখ‍্যমন্ত্রীর তোলা কটাক্ষের জবাব হুগলীর মাটিতে দিলেন রাজীব ব‍্যানার্জী


নিজস্ব সংবাদদাতা ( হুগলী ) : নাম না করে আলিপুরদুয়ারের জনসভা মঞ্চ থেকে রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় এর দিকে কটাক্ষ করেছিলেন মুখ‍্যমন্ত্রী । বনসহায়ক পদে নিয়োগের ক্ষেত্রে কি হয়েছে জিজ্ঞাসা করুন বলে বক্তব‍্য রেখেছেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় । তার কয়েক ঘন্টা পরেই হুগলীর গুড়াপে জনসভা মঞ্চ থেকে পাল্টা তোপ দাগলেন রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় । মুখ‍্যমন্ত্রীর দিকে চ‍্যালেঞ্জ ছুঁড়ে দিলেন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় । তিনি বলেন , যে কথা মুখ‍্যমন্ত্রী তুলেছেন দরকার পড়লে প‍্যানেলটাই বাদ দিয়ে দিন । তারপর দেখবো কি হয় । তিনি আরো বলেন শুধু এক্ষেত্রে নয় চুক্তিভিত্তিক যেসব চাকরী দেওয়া হয়েছে তার সমস্ত ক্ষেত্রে তদন্ত হোক । সেই তালিকা কোথা থেকে এসেছে , কারা কারা চাকরী পেয়েছে সব তদন্ত হোক । সব কপি রাখা আছে । এখন চোর , গদ্দার অনেককিছু বলছেন । যখন বিভিন্ন বিষয়ে অসন্তোষ জানিয়েছিলাম তখন কারা কারা ফোন করেছিলেন , আমাকে আটকানোর জন‍্য কে কি বলেছেন সব রেকর্ড করা আছে । আস্তে আস্তে সব সামনে আসবে । কোন চিন্তা করবেন না , আপনি যখন যেরকম বলবেন তখন সে রকম জবাব দেবো । মুখ‍্যমন্ত্রী কে চ‍্যালেঞ্জ করে বলেন প্রাক্তন বনমন্ত্রী আপনি সামলাতে পারবেন তো ? একটাও শিল্প হয় নি রাজ‍্যে । বড় বড় শিল্প সম্মেলন হয়েছে । কলকাতা ও দিল্লিতে এক ই সরকার চাই বলে ফের জোরালো স ওয়াল করেছেন রাজীব ব‍্যানার্জী । তিনি এও বলেন , দল ছাড়ার তিনদিন আগেও মুখ‍্যমন্ত্রী একাধিক নেতাকে দিয়ে ফোন করিয়েছিলেন আটকাবার জন‍্য । তাদের সব কল রেকর্ডিং রাখা আছে । সময় মতো প্রকাশ‍্যে আনা হবে । চুক্তি ভিত্তিক নিয়োগের সব ক্ষেত্রে তদন্ত করার দাবী তুলেছেন রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় ।  হুগলীর গুড়াপে আয়োজিত এই সমাবেশে রাজীব ব‍্যানার্জী ছাড়াও উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী , প্রবীর ঘোষাল , সায়ন্তন বসু সহ অনান‍্যরা ।





Others News

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে

নিম্মচাপের জেরে অতিবৃষ্টি : হুগলী জেলায় ব‍্যাপক ক্ষতি চাষে


সুজিত গৌড় ( হুগলী ) :  নিম্ন চাপের জেরে শনিবার থেকে অকাল বৃষ্টিতে মাথায় হাত চাষীদের।
জেলায় আলু চাষে ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যাবে কয়েক লক্ষ টাকার উপর বলে দাবি চাষীদের। ধান জমিতে যেমন ক্ষতির পাশাপাশি হুগলী জেলা জুড়ে ব্যাপক ক্ষতি এবার আলু চাষে। চলতি বছরে বার বার নিম্নচাপ  চাপের জেরে যেভাবে ধান চাষ পিছিয়ে ছিল ঠিক আলু চাষও পিছিয়ে ছিল প্রায় পনোর দিন। তবে গত শুক্রবার পযন্ত হুগলী জেলায় প্রায় ৩০ শতাংশ জমিতে বসানো হয়ে গিয়েছিল আলু এবং ৬০ শতাংশ জমি আলু চাষ উপযোগী করে তুলে ছিলেন চাষীরা। ধান চাষের মত আলু চাষের শুরুতে এবার কাল হয়ে উঠলো অকাল বৃষ্টি। অকাল বৃষ্টির ফলে যে সব জমিতে ইতি মধ্যেই আলু বসানো হয়ে গিয়েছিল, সেই সব জমিতে জল জমে থৈ থৈ করছে। ফলে জমিতে বসানো সমস্ত আলু বীজ পচে নষ্ট হতে বসেছে।  কারণ আলু বসানোর পর অন্তত পনেরো থেকে কুড়ি দিন কোনো জলের প্রয়োজন পরে না আলু চাষের ক্ষত্রে।
এ বছর এক বিঘা জমিতে চাষ উপযোগী করে আলু বসানো পযন্ত চাষীদের খরচ পড়েছে প্রায় পনেরো হাজার টাকা অন্যদিকে আলু বসানোর আগে পর্যন্ত  এক বিঘা জমিকে  চাষ উপযোগী করে তুলতে খরচ পড়েছে প্রায় সাত হাজার টাকা। অর্থাৎ ইতি মধ্যে নিম্ন চাপের জেরে অকাল বর্ষণে হুগলী জেলার ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে লক্ষ  লক্ষ টাকার উপর। জেলায় আলু চাষের জমির পরিমান ৯০ হাজার হেক্টর জমি। সেমবার সকাল থেকেই  আলু জমি থেকে জল বের করে আলু বীজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছেন চাষীরা। চাষীদের দাবি অকাল বর্ষণে একেবারে সর্বস্বান্ত  হয়ে পড়েছে। আবার নতুন করে আলু বসানো বা জমি তৈরি করে আবার আলু বসানো অনেকের পক্ষেই আর সম্ভব হবে না।
অন্যদিকে আবহাওয়া উপযোগী হলে পুনরায় জমি আলু চাষের উপযোগী করে আলু বসাতে সময় লাগতে পারে পনেরো থেকে কুড়ি দিন। ফলে আলু চাষে ফলন যেমন কমবে খাবার আলুর জোগানেও পড়বে টান। আগামী দিনে ধানের ক্ষতির ফলে যেমন  চালের যোগান টান পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।  ঠিক তেমনি আগামী দিনে খাবার আলুর জোগানেও টান পড়বে বলে মত চাষীদের।